শীত-গ্রীষ্ম, বর্ষা ব্রনর সমস্যা দেখা দিতে পারে সব মরশুমে। ত্বক তৈলাক্ত হলে ব্রনর সমস্যা খুব সহজেই দেখা যায়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ব্রনর সমস্যা কমাতে চাইলে সঠিক পরিমাণে জল খেলেই হবে। কিন্তু জল খেলে ব্রন কীভাবে কমবে, জেনে নিন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

মূলত আমাদের ত্বকের রোমকূপগুলি ময়লা জমে বন্ধ হয়ে গেলে ব্রনর সমস্যা দেখা দিতে পারে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

শুধু যে ত্বকের পোরসের মুখে ময়লা জমেই ব্রন হয় তা নয়। ডেড স্কিন সেল বেশি হলেও ব্রনর সমস্যা দেখা দিতে পারে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আমাদের শরীরে যদি জলের ঘাটতি হয়, তাহলে ত্বকে অতিরিক্ত সিবাম বা তেল উৎপাদন হতে পারে। এর থেকেও ব্রনর সমস্যা বাড়তে পারে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ব্রনর সমস্যা কমাতে প্রতিদিন সঠিক পরিমাণে জল খেতে হবে আপনাকে। তাহলে উপকার পাবেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

শরীরে জলের মাত্রা সঠিক ভাবে বজায় থাকলে আপনার ত্বকে সিবাম বা তেলের উৎপাদন স্বাভাবিক থাকবে, অতিরিক্ত হবে না।

Published by: ABP Ananda
Image Source: Pexels

সঠিক পরিমাণে জল খেলে আপনার শরীরে জমে থাকা বিভিন্ন নোংরা-ময়লা অর্থাৎ টক্সিন বেরিয়ে যায়। তার ফলে ত্বকে আর ময়লা জমবে না।

Published by: ABP Ananda
Image Source: Pexels

শরীরে জমে থাকা দূষিত পদার্থ বেরিয়ে গেলে ত্বকের পোরসের মুখ উন্মুক্ত থাকলেও নোংরা জমে ব্রন হওয়ার সমস্যা থাকবে না।

Published by: ABP Ananda
Image Source: Pexels

অতএব সঠিক পরিমাণে জল খেলে ত্বক হাইড্রেটেড রাখলে ব্রনর সমস্যা তুলনায় কম দেখা দেবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels