জিভের রং যদি হলুদ হয়ে যায়, তাহলে শরীরে এই সমস্যা হতে পারে

জিভের রং থেকেই বেশিরভাগ সময় রোগের সম্বন্ধে জানা যায়

চলুন জেনে নেওয়া যাক, যদি আপনার জিভ হলুদ হয়ে আছে, তাহলে কী সমস্যা হয়েছে

বেশিরভাগ সময় ব্যাক্টেরিয়ার কারণে জিভের রং হলুদ হয়ে যায়

ব্যাক্টেরিয়া বাড়ার কারণে মুখ থেকে খারাপ গন্ধও ছাড়ে

পোলিও বা অন্য রোগের কারণেও এই সমস্যা হতে পারে

ধূম-পান করলেও জিভ হলুদ হয়ে যেতে পারে

Oral Thrush-এর কারণেও জিভে হলুদ রঙের দাগ হয়ে যেতে পারে

Oral Thrush এক রকমের Fungal Infection

গ্যাস্ট্রোইনটেস্টাইনালের সমস্যার কারণেও জিভে এই সমস্যা হতে পারে