ত্বকের সমস্ত সমস্যার মধ্যে সবচেয়ে বিরক্তিকর এবং কষ্টদায়ক হল ব্রন।



যাঁদের ত্বক তেলতেলে ধরনের অর্থাৎ অয়েলি স্কিন, তাঁদের ক্ষেত্রে ব্রনর সমস্যা বেশি দেখা যায়।



তবে এমন কোনও কথা নেই যে নরমাল স্কিন কিংবা রুক্ষ-শুষ্ক ত্বকে ব্রন দেখা দেবে না।



ত্বকে একাধিক কারণে ব্রনর সমস্যা দেখা দিতে পারে। সিবাম প্রোডাকশন বেশি হলে এবং ধুলোময়লা জমে গেলে ব্রনর সমস্যা বেড়ে যায়।



ঠিক কী কী কারণে ত্বকে ব্রনর সমস্যা দেখা দিতে পারে, দেখে নিন একনজরে।



আমাদের শরীরে হরমোনের অসামঞ্জস্য দেখা দিলে, ব্রন হতে পারে। পিরিয়ডসের আগে এই কারণেই অনেক মহিলার ত্বকে ব্রন হয়।



তেলমশলা, ভাজাভুজি জাতীয় খাবার বেশি খেলে, অতিরিক্ত চিনি খেলে ব্রন হতে পারে আপনার ত্বকে।



অতিরিক্ত স্ট্রেসের কারণে ত্বকে দেখা দিতে পারে ব্রনর সমস্যা। অতএব স্ট্রেস কমানোর চেষ্টা করুন। প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নিন।



রাতে ঠিকভাবে ঘুম না হলে, অর্থাৎ পর্যাপ্ত ঘুমের অভাবেও কিন্তু আপনার ত্বকে ব্রনর সমস্যা দেখা দিতে পারে।



ত্বকে অনেকসময় আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট ব্যবহার করে থাকি, যা ত্বকে ব্রনর সমস্যা বাড়িয়ে দিতে পারে।