দিনের এক এক সময়ে শরীরের ওজন এক এক রকম। তেমন উচ্চতাও।



আমাদের উচ্চতাও দিনের বিভিন্ন সময়ে হেরফের করে।



জানেন কি, দিনের একটি বিশেষ সময়ে সকলেরই উচ্চতা বেশি থাকে ?



এর পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। সারা দিনে আমাদের শরীরের ওপর প্রভাব ফেলে মাধ্যাকর্ষণ শক্তি।



সারাদিনে মেরুদণ্ডের ইন্টারভার্টেব্রাল ডিস্কগুলি সংকুচিত হয়। তাই দিনের শেষে উচ্চতা কিছুটা কমে যায়।



ছাডা মানুষ যখন নানা রকম কাজ করে,হাঁটুর কার্টিলেজ সংকুচিত হয়ে যায়।



উচ্চতা সন্ধের দিকে কমে যায়। এরপর কখন বাড়ে উচ্চতা ?



ঘুমের সময়ে শরীর বিশ্রাম নেয়। কার্টিলেজগুলি ফের স্বাভাবিক আকারে ফিরে যায়।



আমরা অনুভূমিকভাবে ঘুমাই, তখন ডিস্কের উপর চাপ কমে যায়। তখন উচ্চতা বাড়ে।



তাই সকালবেলা অন্য সময়ের তুলনায় লম্বা হয়ে যান মানুষ।



তবে অনেকটা নয়, বড় জোর ১-২ সেন্টিমিটার মতো।