Pain Killer খেলে যে কোনও ধরনের ব্যথা দূর হয়ে যায় কেউ কেউ অল্পবিস্তর ব্যথা হলেই Pain Killer খেয়ে নেন কিন্তু, আপনি যদি বেশি Pain Killer খান তাতে শরীরের নানা ক্ষতি হতে পারে বেশি Pain Killer খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় লিভারের স্বাস্থ্যের জন্যও Pain Killer বা যন্ত্রণা নিরাময়কারী ওষুধ খাওয়া উচিত নয় বেশি Pain Killer খেলে হার্টের স্বাস্থ্যের ওপরও তার প্রভাব পড়ে যার জেরে হার্ট অ্যাটাক বা হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায় পাশাপাশি পাচন সংক্রান্ত সমস্যাও হতে পারে কিডনির স্বাস্থ্যের জন্যও ক্ষতিকারক Pain Killer (পেন কিলার)