গরমকালে ঘামাচি খুব পরিচিত সমস্যা। লাল লাল ঘামাচির জেরে প্রচণ্ড জ্বালা করে। ঘামাচি হলে সাবানের বিরূপ প্রভাব পড়ে ত্বকের উপর। কারণ ঘামাচি একটি চর্মরোগ। এই চর্মরোগের থেকে বাঁচতে সাবান ব্যবহার না করাই ভাল। একান্ত সাবান ব্যবহার করতে হলে ঘামাচি স্থানগুলি এড়িয়ে যেতে হবে। ঘামাচির স্থানে সাবান দিলে বিক্রিয়ার মাধ্যমে ত্বকের সংক্রমণের আশঙ্কা থাকে। বরং ঘামাচি হলে বিশেষ সাবান ব্যবহার করা যেতে পারে। শুধুমাত্র ঘামাচির জন্যই ওষুধ যুক্ত সাবান পাওয়া যায়। ডিসক্লেইমার: এই দাবি পরামর্শস্বরূপ। মেনে চলার আগে সরাসরি বিশেষজ্ঞের মত নিন।