Image Source: Freepik

প্রোস্টেট ক্যানসার সাধারণত বেশি বয়সের পুরুষদের হয়।

Image Source: Freepik

অল্প বয়স থেকে ডায়েটে কিছু ফল রাখলে এর ঝুঁকি কমে যায়।

Image Source: Freepik

বেদানার রঙ লাল বলে এতে আলাদা গোত্রের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।

Image Source: Freepik

সেই অ্যান্টিঅক্সিডেন্ট প্রোস্টেটকে সুরক্ষিত রাখে।

Image Source: Freepik

আঙুরের মধ্যে বিশেষ ধরনের ক্যানসার প্রতিরোধী ফাইবার রয়েছে।

Image Source: Freepik

সাইট্রাস ফল যেমন লেবু ও তেঁতুল পাতে রাখতে পারেন।

Image Source: Freepik

আপেলের ফাইবার ক্যানসারের আশঙ্কা কমিয়ে দেয়।

স্ট্রবেরির অ্যান্টিঅক্সিডেন্ট প্রোস্টেটের জন্য বেশ উপকারী।



Image Source: Freepik

অ্যাভোকাডো ফলের ভিটামিন সি প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি কমায়।

Image Source: Freepik

ডিসক্লেমার: এই দাবি পরামর্শস্বরূপ। মেনে চলার আগে সরাসরি বিশেষজ্ঞের মত নিন।