Image Source: Freepik

আমাদের আঙুলে কমবেশি ১০০টিরও বেশি টেনডন বা পেশি থাকে।

Image Source: Freepik

সারাক্ষণ ফোন ঘাঁটাঘাঁটির ফলে এই পেশিগুলির উপর চাপ পড়ে।

Image Source: Freepik

ফোন ঘাঁটার সময় আঙুলের একইরকম নড়নচড়ন হয়।

Image Source: Freepik

যার থেকে স্মার্টফোন ফিঙ্গার রোগটি হতে পারে।

Image Source: Freepik

এই রোগে আঙুলের গোড়া কিছুটা শক্ত হয়ে যায়।

Image Source: Freepik

সকালে ঘুম থেকে আঙুলে কিছুক্ষণ নাড়াতে চাড়াতে অসুবিধা হয়।

Image Source: Freepik

অনেকের আবার আঙুল অবশ হয়ে থাকে।

Image Source: Freepik

এই সমস্যা দূর করতে আঙুলের মধ্যে বরফ লাগাতে পারেন।

Image Source: Freepik

তবে সবচেয়ে বেশি উপকার ফোনের ব্যবহার কমাতে পারলে।

Image Source: Freepik

হাতের কিছু ব্যায়ামও উপকারী। (ডিসক্লেমার: এটি পরামর্শস্বরূপ। মেনে চলার আগে বিশেষজ্ঞের মত নিন।)