এখন অনলাইনের যুগে ভুরি ভুরি পাসওয়ার্ড।
ছবি- ফ্রিপিক


এটিএম, জিমেল, সোশ্যাল মিডিয়া, ব্যাঙ্কিং সবেতেই বসানো আলাদা পাসওয়ার্ড।



বেশিরভাগ ক্ষেত্রে এই পাসওয়ার্ড আমাদের মনেই পড়ে না।



পাসওয়ার্ড কীভাবে খুব সহজে মনে রাখবেন ? দেখুন এই ৫ টিপস।



কঠিন পাসওয়ার্ড দিলে ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি।



পাসওয়ার্ড শক্তিশালী হবে, আপনার চেনা কিছুর নাম, সংখ্যা থাকবে।



বড় পাসওয়ার্ড বেশি মনে থাকে মানুষের।



অনিয়মিত সংখ্যা অক্ষর বা চিহ্ন বসালে তা মনে রাখা কঠিন।



আপনার ফোন ছাড়া অন্য কোথাও সমস্ত পাসওয়ার্ড লিখে রাখা যায়।



একইরকম শব্দবন্ধ বা সংখ্যা অন্যভাবে সাজিয়েও কিছুক্ষেত্রে পাসওয়ার্ড মনে রাখা যায়।
ছবি- ফ্রিপিক


Thanks for Reading. UP NEXT

রোগবালাই ভয় পাবে আপনার কাছ ঘেঁষতে, দিন শুরু হোক এই পানীয় দিয়ে

View next story