কী কী কারণে কিডনি তাড়াতাড়ি খারাপ হয় ?

কিডনি আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ

কিছু জিনিসের জন্য শরীরের এই অঙ্গের ক্ষতি হতে পারে, এমনকী খারাপও হতে পারে

বেশি ওষুধ খেলে কিডনি খারাপ হতে পারে

বেশি করে নুন খেলে খুব তাড়াতাড়ি কিডনি খারাপ হতে পারে

কারণ, নুন কিডনির ক্ষতি করতে পারে

যদি নিয়মিত খারাপ খাবার খান, তাহলেও কিডনি খারাপ হতে পারে

অনেক সময় কিডনিকে ব্লাড সাপ্লাই দেওয়া সেলেও সমস্যা হতে পারে

যে কারণেও আমাদের কিডনি তাড়াতাড়ি খারাপ হতে পারে

রক্তে ইনফেকশন হলেও এই অঙ্গ তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে