এই গাছগুলি রাখলে কমবে ঘরের তাপমাত্রা, গরমেও পাবেন আরাম

Published by: ABP Ananda
Image Source: Freepik

গরম পড়তে শুরু করেছে, আর এই গরমে ঘর ঠান্ডা রাখতে হিমশিম খান অনেকেই।

Image Source: Freepik

এসি না লাগিয়েও বেশ কিছু উপায়ে প্রাকৃতিকভাবে ঘরের তাপমাত্রা কমানো যায়।

Image Source: Freepik

দীর্ঘ সময়ের জন্য এভাবে ঘর ঠান্ডা রাখতে চাইলে দরকার ইনডোর প্ল্যান্ট।

Image Source: Freepik

বেশ কিছু গাছ রয়েছে যা ঘরে রাখলে ঘর ঠান্ডা রাখতে পারে।

Image Source: Freepik

প্রথমেই রয়েছে অ্যালোভেরা গাছ, এর মোটা পাতা আর্দ্রতা ধরে রাখে।

Image Source: Freepik

স্পাইডার প্ল্যান্ট ব্যবহার করা যায়, এটি ঘরের যে কোনও জায়গায় রাখা যায়।

Image Source: Freepik

স্নেক প্ল্যান্ট রাতেও অক্সিজেন ছাড়ে, ফলে ঘরে আরামদায়ক অবস্থা থাকবে।

Image Source: Freepik

এটি তাপ শোষণ করতে সক্ষম, ফলে তাপমাত্রা শীতল থাকবে ঘরের।

Image Source: Freepik

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: Freepik