একটু বাড়লেই নখ
কেটে ফেলেন অনেকে


বিশেষ করে পায়ে
নখ রাখতে পারেন না


কিন্তু দু’দিন অন্তর
পায়ের নখ কাটবেন না


বিশেষজ্ঞদের মতে একটু
বাড়লেই নখ কাটা উচিত নয়


পায়ের নখ কাটার ক্ষেত্রে
৬-৮ সপ্তাহের ব্যবধান রাখুন


এক একজনের নখের
বৃদ্ধি এক একরকম


সেক্ষেত্রে দৈর্ঘ্য
বুঝে সিদ্ধান্ত নিন


তবে নখ বেশি ছোট রাখলে
মাংসে চেপে বসে দুই কোণ


খেলাধূলা করলে নখ
বড় রাখা যায় না


ডায়বিটিস, পায়ের রোগ থাকলেও
নখ ছোটই রাখা ভাল
অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন আগে