Image Source: Freepik

দুপুরে খাওয়ার সময় ভারী খাবার খান অনেকেই।

Image Source: Freepik

ভারী নয়, এই সময় হালকা খাবার খাওয়া উচিত সবসময়।

Image Source: Freepik

দুপুরে ভাত খেলে একটি ছোট বাটির বেশি না খাওয়াই ভাল।

Image Source: Freepik

খাবার খাওয়ার পর একটা ফল অবশ্যই খাওয়া উচিত।

Image Source: Freepik

দুপুরে খাবার খেয়ে অনেকেই ক্লান্ত বোধ করেন। ঝিমিয়ে নেন।

Image Source: Freepik

এর কারণ কার্বোহাইড্রেট বেশি খাওয়া হয়ে যায়।

Image Source: Freepik

যা প্রাথমিকভাবে এনার্জি জোগায়। কিন্তু পরে দুর্বল করে দেয় শরীর।

Image Source: Freepik

তাই সকালের খাবারে কার্বোহাইড্রেট বেশি রাখুন। যা সারাদিন কাজের এনার্জি দেবে।

Image Source: Freepik

আর দুপুরের খাবারে ফাইবারজাতীয় খাবার বেশি রাখুন।

Image Source: Freepik

ডিসক্লেমার: এই দাবি পরামর্শস্বরূপ। মেনে চলার আগে সরাসরি বিশেষজ্ঞের মত নিন।