সারারাত মুখে মেকআপ থাকলে ত্বকের গ্রন্থি বন্ধ হয়ে যায়, তেল এবং নোংরা জমে হতে পারে ব্রণ
abp live

সারারাত মুখে মেকআপ থাকলে ত্বকের গ্রন্থি বন্ধ হয়ে যায়, তেল এবং নোংরা জমে হতে পারে ব্রণ

Published by: ABP Ananda
রাতভর মেকআপ অক্সিডেটিভ স্ট্রেস হতে পারে, তার থেকে অকাল বার্ধক্যের আশঙ্কা বাড়ে
abp live

রাতভর মেকআপ অক্সিডেটিভ স্ট্রেস হতে পারে, তার থেকে অকাল বার্ধক্যের আশঙ্কা বাড়ে

Published by: ABP Ananda
ত্বকে প্রদাগ, চুলকানির মতো সমস্যা হয়, স্পর্শকাতর ত্বক হলে লালভাব এবং ফোলাও হতে পারে
abp live

ত্বকে প্রদাগ, চুলকানির মতো সমস্যা হয়, স্পর্শকাতর ত্বক হলে লালভাব এবং ফোলাও হতে পারে

Published by: ABP Ananda
রাতভর চোখে মাস্কারা, আইলাইনার থাকলে চোখে সংক্রমণ হতে পারে
abp live

রাতভর চোখে মাস্কারা, আইলাইনার থাকলে চোখে সংক্রমণ হতে পারে

Published by: ABP Ananda
abp live

ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট করে মেকআপ, ফলে সতেজ থাকে না হয়ে যায় শুষ্ক

Published by: ABP Ananda
abp live

কোলাজেন তৈরিতে বাধা দিতে পারে রাতভর মেকআপ

Published by: ABP Ananda
abp live

রাতভর মেকআপ থাকা মানে ব্যাক্টেরিয়ার বৃদ্ধি হয় ফলে সংক্রমণে আশঙ্কা থাকে

Published by: ABP Ananda
abp live

ত্বকে বিভিন্ন দাগ দেখা দিতে পারে, হতে পারে বলিরেখাও

Published by: ABP Ananda
abp live

মেকআপ নোংরা এবং দূষণের সঙ্গে মিশে যায়, ফলে রাতে তা থাকলে ব্রণরও আশঙ্কা বাড়ে

Published by: ABP Ananda
abp live

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda