সারারাত মুখে মেকআপ থাকলে ত্বকের গ্রন্থি বন্ধ হয়ে যায়, তেল এবং নোংরা জমে হতে পারে ব্রণ

Published by: ABP Ananda

রাতভর মেকআপ অক্সিডেটিভ স্ট্রেস হতে পারে, তার থেকে অকাল বার্ধক্যের আশঙ্কা বাড়ে

Published by: ABP Ananda

ত্বকে প্রদাগ, চুলকানির মতো সমস্যা হয়, স্পর্শকাতর ত্বক হলে লালভাব এবং ফোলাও হতে পারে

Published by: ABP Ananda

রাতভর চোখে মাস্কারা, আইলাইনার থাকলে চোখে সংক্রমণ হতে পারে

Published by: ABP Ananda

ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট করে মেকআপ, ফলে সতেজ থাকে না হয়ে যায় শুষ্ক

Published by: ABP Ananda

কোলাজেন তৈরিতে বাধা দিতে পারে রাতভর মেকআপ

Published by: ABP Ananda

রাতভর মেকআপ থাকা মানে ব্যাক্টেরিয়ার বৃদ্ধি হয় ফলে সংক্রমণে আশঙ্কা থাকে

Published by: ABP Ananda

ত্বকে বিভিন্ন দাগ দেখা দিতে পারে, হতে পারে বলিরেখাও

Published by: ABP Ananda

মেকআপ নোংরা এবং দূষণের সঙ্গে মিশে যায়, ফলে রাতে তা থাকলে ব্রণরও আশঙ্কা বাড়ে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda