অত্যধিক মাত্রায় ঘামছেন ? কী সঙ্কেত দিচ্ছে ?

Published by: ABP Ananda
Image Source: Freepik

কোনও কারণ ছাড়াই অতিরিক্ত ঘাম হলে তা এক বিশেষ রোগের লক্ষণ।

Image Source: Freepik

এর নাম চিকিৎসার পরিভাষায় হাইপারহাইড্রোসিস।

Image Source: Freepik

ঘামের মূল কাজ শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা।

Image Source: Freepik

হাইপারহাইড্রোসিস হলে ঠান্ডার সময়েও ব্যক্তি ঘামতে থাকবেন।

Image Source: Freepik

হাতের তালু, পা, মুখ ও বগলে ঘাম হতে থাকে।

Image Source: Freepik

ঘর্মগ্রন্থিগুলি অতিরিক্ত সক্রিয় হলে এই রোগ হতে পারে।

Image Source: Freepik

আবার থাইরয়েড, ডায়াবেটিস, হৃদরোগ থাকলেও অত্যধিক ঘাম হতে পারে।

Image Source: Freepik

শরীর থেকে দুর্গন্ধ, রাতে ঘুমের মধ্যে ঘেমে যাওয়া ইত্যাদি এর লক্ষণ।

Image Source: Freepik

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: Freepik