কাঁচা আমে রয়েছে প্রচুর পরিমাণে জল, যা ত্বকের উপরিভাগকে হাইড্রেট এবং ময়শ্চারাইজ রাখে

Published by: ABP Ananda

ভিটামিন A,C,E এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে কাঁচা আমে, যা মৃত কোষ নির্মূল করে এবং অকাল বার্ধক্য রোধ করে

Published by: ABP Ananda

আমে উপস্থিত এনজ়াইম এবং প্রাকৃতিক অ্যাসিড ত্বককে উজ্জ্বল করতে পারে এবং কালো দাগ দূর করে

Published by: ABP Ananda

ত্বককে এক্সফোলিয়েট করতে পারে কাঁচা আম, এর গুণে রুক্ষতা এবং শুষ্কতা দূর হয়

Published by: ABP Ananda

অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান আছে আমে, যা ত্বকের প্রদাহ এবং ব্রণ কমাতে পারে

Published by: ABP Ananda

ভিটামিন C যুক্ত কাঁচা আম কোলাজেনের উৎপাদন বাড়ায়, ফলে বলিরেখা দূর করে

Published by: ABP Ananda

একটা কাঁচা আম পেস্ট করে মুখে লাগিয়ে নিন, ২০ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে নিন

Published by: ABP Ananda

কাঁচা আমের খোসায় দই এবং মধু মিশিয়ে এক্সফোলিয়েট হিসেবে ব্যবহার করা যায়

Published by: ABP Ananda

কাঁচা আমের পেস্ট তৈরি করে ত্বকের যেসব জায়গায় চুলকানি বা লালভাব রয়েছে সেইসব জায়গায় ব্যবহার করা যায়

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda