হৃদরোগ এড়াতে কী করবেন, কী করবেন না, সেই তালিকা তো অনেক লম্বা।



নিত্য নতুন গবেষণায় উঠে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য।



হার্টের অসুখের সঙ্গে রাতে দাঁত মাজার সম্পর্ক খুঁজে পেয়েছেন গবেষকরা।



ঘুমানোর আগে দাঁত ব্রাশ করা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে পারে?



জাপানি এক গবেষণায় উঠে আসছে অবাক করা তথ্য।



ঘুম থেকে ওঠার পর দাঁত ব্রাশ করা মুখের স্বাস্থ্যর জন্য খুব ভাল।



১,৫০০ জনেরও বেশি হাসপাতালে ভর্তি রোগীর উপর পরীক্ষা করে দেখা হয়েছে।



শুধুমাত্র সকালে যাঁরা ব্রাশ করেন, তাঁদের হৃদরোগের ঝুঁকি বেশি



তুলনায় যাঁরা সকালে ও রাতে দুই বেলাই ব্রাশ করেন, তাঁদের স্বাস্থ্য বেশি সঙ্কটে



কেবল ব্রাশ করার সময় নয়, বরং ধারাবাহিকতা মেনে চলাও জরুরি