হার্ট অ্যাটাক থেকে মৃত্যুর সংখ্যাও বেড়েছে লক্ষণীয় হারে।



হার্ট অ্যাটাকের ঝুঁকে কাদের বেশি, মেয়েদের না ছেলেদের, এই নিয়ে নানা গবেষণা পত্র



চিকিৎসকরা বলছেন, একটা বয়স অবধি মহিলারা অনেকটাই সুরক্ষিত।



আবার একটা সীমারেখা পেরলে মহিলারা ততটাই বিপদের দিকে ঝুঁকে।



তুলনায় কম বয়সি মহিলাদের হার্টের অসুখের প্রবণতা কম। যাঁর অন্যতম কারণ কিছু গুরুত্বপূর্ণ ফিমেল হরমোন।



ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন । মেনোপজের আগে পর্যন্ত এই হরমোনগুলি ক্ষরণ হয় মহিলাদের শরীরে।



হার্টকে সুরক্ষিত রাখতে একটি বর্মের মতো কাজ করে।



মেনোপজ হলেও থমকে যায়, এই হরমোন গুলির ক্ষরণ।



আর তখন মহিলাদের হার্ট অ্যাটাকের প্রবণতা হঠাৎ করেই বৃদ্ধি পেয়ে যায়, পুরুষদের থেকেও



মহিলাদের ক্ষেত্রে মধ্য চল্লিশ পের হলে মেনোপজ ঘটতে পারে।



তখনই মহিলাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে।