এর থেকেই চুলের নানা সমস্যা হয়। তবে এটি আটকানো যায়‌।



হেলমেট পরার আগে মাথায় একটি কাপড় বেঁধে নেওয়া ভাল। হেলমেট ক্যাপ ব্যবহার করা যেতে পারে।



নিয়মিত হেলমেটের ভিতরের অংশ সাফ করতে হবে।



ভাল মানের হেলমেটে চুলের বিপদ কম। তাই তেমন হেলমেট বাছুন।



চুল ঘামে ভিজে যাচ্ছে বুঝলে হেলমেট কিছুক্ষণ খুলে রেখে আবার পরুন।



ওই সময় গাড়ি চালানোও সাময়িক বন্ধ রাখুন।



রোজ মাথার স্ক্যাল্প পরিস্কার করুন।



স্ক্যাল্প মাসাজ করলে চুল কম পড়ে।



ডিসক্লেইমার: এই দাবি পরামর্শস্বরূপ। মেনে চলার আগে সরাসরি বিশেষজ্ঞের মত নিন।