গরম পড়তেই ঘামের সমস্যা সবার।



গাঢ় রঙের জামা পরলেই সাদা ছোপ।



ঘামে ভিজে জামা শুকোলেই কেন এই দাগ হয় ?



আবার সাদা জামা হলুদ ছোপ হয়ে যায় ঘামের দাগে।



মূলত দু-ধরনের গ্রন্থি থেকে ঘাম হয়।



কোমর ও বগলের ঘামে থাকে অ্যামোনিয়া, ফ্যাট ও প্রোটিন।



শরীরে ব্যাকটেরিয়ার কারণে এই অ্যামোনিয়া, প্রোটিনের বিক্রিয়া হয়।



এরপর অন্য একরকম অণু তৈরি করে ব্যাকটেরিয়া যাতে রঙ ধরে কাপড়ে।



অনে সময় ময়লা জমার কারণেও সাদা জামা ঘাম শুকিয়ে হলুদ ছোপ পড়ে।



সাদা-হলুদ দাগ জামা কাচার পর যদিও চলে যায়।