Image Source: Pixabay

গরমে হাঁসফাঁস অবস্থা এখন সকলের।

Image Source: Pixabay

এই অবস্থায় খাবারে কিছু মশলা দিলে শরীর গরম হয়ে যায়।

Image Source: Pixabay

গরমকালে রান্নায় লঙ্কা না দেওয়াই ভাল।

Image Source: Pixabay

আদা শরীরের জন্য উপকারী। কিন্তু গরমের দুপুরে এড়িয়ে চলুন।

Image Source: Pixabay

আদা রসুন খুব পরিচিত উপকরণ। তবে রসুনও এড়িয়ে চলাই ভাল।

Image Source: Pixabay

গরম মশলায় থাকে লবঙ্গ‌। এটিও এড়িয়ে চলুন।

Image Source: Pixabay

গরমের দুপুরে হিং খেলে শরীর আরও গরম হয়।

Image Source: Pixabay

দারচিনিও শরীর গরম করে দিতে পারে। তাই এড়ানোই ভাল।

Image Source: Pixabay

মরিচ গুঁড়ো অনেকেই খান। এটি শরীর গরম করে দেয়।

Image Source: Pixabay

ডিসক্লেইমার: এই দাবি পরামর্শস্বরূপ। মেনে চলার আগে সরাসরি বিশেষজ্ঞের মত নিন।