নারকেল তেল চুলের পাশাপাশি ত্বকের জন্যেও উপকারি। মেকআপ তোমার সময় ন্যাচারাল রিমুভার হিসেবে নারকেল তেল ব্যবহার করতে পারেন।

নারকেল তেলে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপকরণ যা ত্বকের র‍্যাশ, চুলকানি, জ্বালা দূর করে। এছাড়াও ত্বকে আর্দ্রভাব বজায় রাখে। জেল্লা ফেরায়। এই তেলে রয়েছে ভিটামিন এ এবং কে।

ত্বকের জন্য টি ট্রি অয়েলও খুবই উপকারি। রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-সেপটিক উপকরণ। র‍্যাশ, ব্রন, চুলকানি, লালচে ভাব, জ্বালা দূর করে এই তেল।

ত্বকের কালচে দাগছোপ দূর করে জেল্লা ফেরাতে কাজে লাগে টি ট্রি অয়েল। ত্বকে কোনও সংক্রমণ হলেও তা দূর করে কাজে লাগে টি ট্রি অয়েল।

আর্গন অয়েলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে যা ত্বকের প্রদাহজনিত সমস্যা অর্থাৎ জ্বালাভাব, লাল হয়ে যাওয়া- এইসব দূর করে।

এছাড়াও আর্গন অয়েল ত্বকের কোষগুলিকে পুনরুজ্জীবিত করে। ফল ত্বক টানটান থাকে। বলিরেখা সহজে দেখা যায় না। ত্বক উজ্জ্বলও থাকে।

অলিভ অয়েল ত্বকের স্বাস্থ্যের জন্য খুবই ভাল। রুক্ষ-শুষ্ক ভাব দূর করে। জেল্লা ফেরায়। অলিভ অয়েল দিয়ে ত্বকে ম্যাসাজ করলে উপকার পাবেন।

ভিটামিন এবং অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর অলিভ অয়েল ত্বকের ক্ষয় রোধ করে। ত্বক আর্দ্র রাখে। ত্বকে ওপেন পোরসের সমস্যাও দূর করে এই তেল।

গোলাপ ফুলের বীজ থেকে তৈরি হয় এক বিশেষ ধরনের তেল যা ত্বকের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারি। ভিটামিন এ এবং ই রয়েছে এই তেলে।

এই বিশেষ ধরনের তেল ত্বকে এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। ফলে মরা কোষ ঝরিয়ে ত্বকের জেল্লা ফিরিয়ে আনে। ক্লেনজার হিসেবেও কাজ করে এই তেল।