ডিওডোরেন্ট সরাসরি ত্বকে স্প্রে করেন? বিপদ এড়াতে এখনই করবেন কী?
Published by: ABP Ananda
Image Source: Pexels/Pixabay/Unsplash
পারফিউম বা বডি ডিরোডোরেন্ট- আমরা অনেকেই প্রতিদিন ব্যবহার করি আমরা। কিন্তু ঠিকমতো ব্যবহার করি কি?
Image Source: Pexels/Pixabay/Unsplash
আমরা অনেকেই প্রতিদিন সুগন্ধী ব্যবহারের সময় সরাসরি জামায় বা ত্বকে পারফিউম স্প্রে করি
Image Source: Pexels/Pixabay/Unsplash
অনেকসময় দেখা যায় ত্বকে ব়্যাশ বেরোয়। ত্বক কালো হয়ে যায়। এটা কী কারণে হয়?
Image Source: Pexels/Pixabay/Unsplash
অনেকসময় দেখা যায় ত্বকে ব়্যাশ বেরোয়। ত্বক কালো হয়ে যায়। এটা কী কারণে হয়?
Image Source: Pexels/Pixabay/Unsplash
পারফিউমে যে ধরনের রাসায়নিক থাকে তার জেরে ত্বকে অ্যালার্জি হতে পারে
Image Source: Pexels/Pixabay/Unsplash
অনেকসময় ত্বকে পারফিউম লাগিয়ে রোদে বেরোলে রাসায়নিকের কারণে পিগমেন্টেশন হয়ে থাকে।
Image Source: Pexels/Pixabay/Unsplash
অনেকের ত্বকে বাদামি বা কালো ছোপ পড়ে যায়। কোনও প্রসাধনী বা পারফিউম ব্য়বহার করলে রাসায়নিকের কারণে এমন হয়।
Image Source: Pexels/Pixabay/Unsplash
পারফিউমে অ্যালকোহল এবং কৃত্রিম সুগন্ধী থাকে যার জন্য অনেক ব্যক্তির ত্বকে সমস্যা তৈরি হতে পারে।
Image Source: Pexels/Pixabay/Unsplash
অনেকসময় বিশেষজ্ঞরা বলে থাকেন এই সমস্যা রুখতে সরাসরি ত্বকে নয়, জামায় স্প্রে করতে। ত্বকে স্প্রে করে রোদে বেরোতেও বারণ করা হয়।
Image Source: Pexels/Pixabay/Unsplash
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।