কিন্তু প্রত্যেক মানুষ যেমন আলাদা, চুলের ধরনও আলাদা
তাই শ্যাম্পুর রুটিনও আলাদা হওয়া উচিত
চুল তৈলাক্ত হলে রোজ বা একদিন অন্তর শ্যাম্পু করুন
স্বাভাবিক চুল হলে সপ্তাহে দু’-তিন বার
শুষ্ক চুল হলে সপ্তাহে একবার, বড়জোর দু’বার
চুল কোঁকড়ানো বা ঘন হলে সপ্তাহে এক বা দু’বার
চুল যদি রং করে থাকেন, সপ্তাহে দু’-তিন বার
চুল পাতলা হলে এক বা দুই দিন অন্তর শ্যাম্পু করুন
ঘন চুল হলে শ্যাম্পু করুন সপ্তাহে এক বা দু’বার ডিসক্লেইমার : প্রতিবেদনে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।