পিঠকে আরাম দিতে কাজ থেকে সাময়িক ছুটি নিন, তাতে কমবে ব্যথা

Published by: ABP Ananda

যোগাসন এবং সাঁতার কাটতে পারেন, তাতে পেশি শক্তিশালী হবে

Published by: ABP Ananda

প্রদাহ কমাতে ৪৮ ঘণ্টা ঠান্ডা সেঁক, পেশিকে আরাম দিতে ও রক্ত সঞ্চালন বাড়াতে প্রয়োজন গরম সেঁক

Published by: ABP Ananda

ব্যথা কমাতে সোজা হয়ে বসতে এবং সোজা হয়ে দাঁড়াতে হবে এতে মেরুদণ্ডও থাকবে সোজা

Published by: ABP Ananda

দৈনন্দিন শরীরচর্চার মধ্যে থাকলে রক্ত সঞ্চালন বাড়বে, পেশির স্বাস্থ্য ঠিক থাকবে

Published by: ABP Ananda

পেশির অস্বস্তি কমাতে পারে পিঠে মাসাজ, রক্ত সঞ্চালন বাড়াতে পারে

Published by: ABP Ananda

এমন একটা তোসক বা গদি ব্যবহার করতে হবে যা পিঠের ব্যথা কমাতে পারে

Published by: ABP Ananda

অতিরিক্ত ওজন, মেরুদণ্ডতে অতিরিক্ত চাপ দেয় তাই ওজন নিয়ন্ত্রণ করতে হবে

Published by: ABP Ananda

স্ট্রেসের ফলেও চাপ পড়ে পেশিতে তাই গভীর প্রশ্বাসের ব্যায়াম করতে হবে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda