নারকেল তেলে আছে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান, যা সংক্রমণ থেকে রক্ষা করে, এতে আছে ত্বকের প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড

Published by: ABP Ananda

প্রদাহ থেকে মুক্তি দেয় নারকেল তেল, দূর করে ত্বকের লালভাব



ব্রণর সমস্যার সমাধান করে নারকেল তেল, ব্যাক্টেরিয়া দূর করে ত্বক রাখে পরিষ্কার



ময়শ্চারাইজ়ার যুক্ত নারকেল তেল, ত্বককে হাইড্রেট করতে পারে

ময়শ্চারাইজ়ার যুক্ত নারকেল তেল, ত্বককে হাইড্রেট করতে পারে

ত্বকে কোথাও সামান্য কেটে গেলে তা নির্মূল করতে পারে নারকেল তেল

Published by: ABP Ananda

লাগাতার নারকেল তেল ব্যবহার করতে থাকলে ত্বকের রং পরিবর্তন হয় এবং জেল্লা বাড়ে

Published by: ABP Ananda

নারকেল তেলে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট অকাল বার্ধক্য রোধ করে

Published by: ABP Ananda

নারকেল তেলে উপস্থিত ময়শ্চারাইজিং উপাদান নরম ও মসৃণ করে তোলে এবং ত্বকে পুষ্টি জোগায়

Published by: ABP Ananda

নারকেল তেল হালকা হওয়ায় দ্রুত ত্বক শুষে নিতে পারে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda