বাড়ি পরিষ্কার এক ঝক্কির বিষয়, তার উপর কোনও দাগ থাকলে তা তুলতে কালঘাম ছুটে

Published by: ABP Ananda

যেখানে দাগ রয়েছে সেখানে ছড়িয়ে দিতে হবে বেকিং সোডা এরপর একটা স্পঞ্জ দিয়ে স্ক্রাবিং করতে হবে

Published by: ABP Ananda

সম পরিমাণ জল এবং ভিনিগার মিশিয়ে স্প্রে করতে হবে, বিশেষ করে আয়না এবং কাচের কোনও জিনিস পরিষ্কারে কার্যকরী

Published by: ABP Ananda

যেখানে দাগ রয়েছে সেখানে দিতে হবে লেবুর রস, কিছুক্ষণ রেখে লেবুর খোসা দিয়ে স্ক্রাব করে তুলে ফেলুন

Published by: ABP Ananda

কাঠে দাগ লাগলে, তা তুলতে কার্যকরী অলিভ ওয়েল এবং লেবুর মিশ্রণ

Published by: ABP Ananda

দাগ তো বটেই জীবাণুমুক্ত করার অন্যতম উপায় হল হাইড্রোজেন পারঅক্সাইড

Published by: ABP Ananda

ভিনিগার, জল, ময়দা তরল মিশ্রণ তৈরি করা যায়, জানলার কাচ এবং আয়না পরিষ্কার করা সহজ হয় তাতে

Published by: ABP Ananda

অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান যুক্ত এসেন্সিয়াল ওয়েল ক্লিনিং পাউডারের সঙ্গে মিশিয়ে পরিষ্কার করলে দাগ ওঠে সহজে

Published by: ABP Ananda

যেসব জায়গায় দাগ হয়েছে সেখানে নুন ছড়িয়ে দিতে, তাতে ভেজা কাপড় দিয়ে মুছে নিতে হবে

Published by: ABP Ananda

বাথরুম এবং রান্নাঘর পরিষ্কার করার সহজ উপায় পেস্ট ব্যবহার, ব্রাশ দিয়ে ঘষলেই উঠে যায় দাগ

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda