পুরু ভ্রু-পল্লব পেতে চাইলে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল। ভিটামিন এ, সি, ই, বি১২ রয়েছে অ্যালোভেরা জেলে। তার ফলে নতুন ভ্রু-পল্লব গজাতে সাহায্য করে। কফির ব্যবহারেও আপনার ভ্রু-পল্লবে নতুন চুল গজাতে পারে এবং তা পুরু হতে পারে। ক্যাফাইন নতুন চুল গজাতে সাহায্য করে। কফিতে থাকা ক্যাফাইনই আপনার ভ্রু-পল্লবের ঘনত্ব বাড়াবে। গাঢ়, ঘন ভ্রু-পল্লব পেতে সাহায্য করে জবাফুল। তাই জবাফুল ভালভাবে থেঁতো করে নিয়ে সেই নির্যাস ভ্রু-পল্লবে লাগাতে হবে। নতুন চুল গজানোর জন্য আমরা অনেক সময়েই স্ক্যাল্পেও ব্যবহার করি জবাফুলের নির্যাস। সেই একই কাজ ভ্রু-পল্লবের ক্ষেত্রেও করে জবাফুল। পেঁয়াজের রস নতুন চুল গজাতে এবং তার বৃদ্ধিতে সাহায্য করে, একথা প্রায় সকলেই জানেন। পাতলা ভ্রু-পল্লব ঘন এবং গাঢ় করতে তাই ব্যবহার করতে পারেন ছোট ছোট পেঁয়াজের রস। ক্যাস্টর অয়েল নতুন চুল গজাতে সাহায্য করে। তাই ভ্রু-পল্লবে এই তেল ব্যবহার করতে পারেন। ক্যাস্টর অয়েল অল্প কয়েকদিন ব্যবহার করলেই আপনার পাতলা ভ্রু-পল্লব ঘন এবং গাঢ় হতে শুরু করবে।