প্রতিদিনের ত্বকের পরিচর্যার রুটিনে সবচেয়ে জরুরি হল সানস্ক্রিনের ব্যবহার।

Published by: ABP Ananda
Image Source: Pexels

শুধু গরমকাল নয়, বর্ষা এমনকি শীতেও সানস্ক্রিন ব্যবহার করা অতি অবশ্যই প্রয়োজন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

বাড়ির বাইরে বেরোলে সানস্ক্রিন ব্যবহার করতেই হবে। বাড়িতেও থাকলেও ব্যবহার করুন সানস্ক্রিন। বিশেষ করে রান্নাঘরে কাজ করার সময়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

কীভাবে সানস্ক্রিন ব্যবহার করলে আপনি সবচেয়ে বেশি উপকার পাবেন, জেনে নিন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

সবার আগে নিজের ত্বকের ধরন অনুসারে সানস্ক্রিন বেছে নেওয়া জরুরি। ত্বক তেলতেলে হলে জেল জাতীয় কিংবা ওয়াটার বেসড সানস্ক্রিন ব্যবহার করুন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

সানস্ক্রিন মূলত সান-ট্যান দূর করতে সাহায্য করে। ত্বকের কালচে দাগছোপ দূর হয় সানস্ক্রিনের সাহায্যে। তাই রোদে বেরোলে সানস্ক্রিন ব্যবহার করতেই হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

এসপিএফ ৩০ না হলে সানস্ক্রিন কিনবেন না। এর চেয়ে বেশি এসপিএফ হলেও ক্ষতি নেই। সেনসিটিভ ত্বক হলে আগে প্রোডাক্ট সামান্য পরিমাণে ব্যবহার করুন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

হাতের প্রথম দুটো আঙুল দিয়ে সানস্ক্রিন ম্যাসাজ করা উচিত ত্বকে। প্রথম দুই আঙুলের একদম ডগার অংশে সানস্ক্রিন নিয়ে ব্যবহার করতে হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

শুধু মুখে সানস্ক্রিন লাগালেই হবে না। হাতে, গলায় বলা ভাল ত্বকের যে সমস্ত অংশ রোদের প্রকাশ্যে আসে, সেখানেই সানস্ক্রিন ব্যবহার করা দরকার।

Published by: ABP Ananda
Image Source: Pexels

বাড়ি থেকে বেরনোর ঠিক আগেই সানস্ক্রিন ব্যবহার করবেন না। অন্তত ২০ মিনিট আগে সানস্ক্রিন লাগিয়ে তারপর বাড়ির বাইরে বেরোন।

Published by: ABP Ananda
Image Source: Pexels