শীতকাল মানেই পার্টির সময়। আর আজকাল প্রায় সমস্ত পার্টিতেই থাকে অ্যালকোহলের ব্যবস্থা।

Published by: ABP Ananda
Image Source: Pexels

শীতে সুস্থ থাকতে যতটা সম্ভব অ্যালকোহল এড়িয়ে চলুন। বেশি পরিমাণ অ্যালকোহল শরীরের তাপমাত্রা কমিয়ে দেয়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

অনেকে নিয়মিত জলখাবার খান না, বাদ দেন। শীতে সুস্থ থাকতে চাইলে এই অভ্যাস ত্যাগ করুন অবশ্যই।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ব্রেকফাস্ট না করলে শরীরে এনার্জি থাকবে না। কমে যেতে পারে ব্লাড সুগারের মাত্রাও।

Published by: ABP Ananda
Image Source: Pexels

শীত মানেই কফির কাপ হাতে যখন তখন বসে পড়লে চলবে না। অতিরিক্ত ক্যাফাইন শরীর অসুস্থ করে দেবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

অতিরিক্ত কফি খেলে ডিহাইড্রেশন, অ্যাংজাইটি, বদহজম, ঘুমের সমস্যা দেখা দেবে। শরীর অসুস্থ হয়ে যাবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

শীতের দিনে ফাস্ট ফুড এবং প্যাকেট বা টিনজাত খাবার খাওয়ার থেকে বিরত থাকুন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ক্যালোরি, সুগার এবং ফ্যাটের পরিমাণ অতিরিক্ত থাকার কারণে এইসব প্রসেসড খাবার মারাত্মক ওজন বাড়িয়ে দেয়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

শীতকালের ঠান্ডা আবহাওয়ায় অনেকেই জল খেতে চান না সেভাবে। কিন্তু সুস্থ থাকতে চাইলে জল খেতেই হবে সঠিক পরিমাণে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

নিয়মিত সঠিক পরিমাণে জল না খেলে শরীরে জলের ঘাটতি অর্থাৎ ডিহাইড্রেশন হয়ে আপনি মারাত্মক ভাবে অসুস্থ হয়ে পড়বেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels