মেহেন্দি পরার সময়
অন্যত্রও দাগ লেগে যায়


সেই দাগ দেখতে খারাপ
লাগলেও তোলা যায় না সহজে


এক্ষেত্রে লবণ ও অলিভ অয়েল
বা নারকেল তেল-লবণ মিশিয়ে ঘষুন


গরম জলে সাবান মিশিয়েও
লুফা দিয়ে আস্তে ঘষতে পারেন


বেকিং সোডা, লেবুর রসের মিশ্রণ
১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে নিন


টুথপেস্ট লাগিয়ে শুকোতে দিন,
উষ্ণ গরম জলে হাত ধুয়ে নিন


হাত উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখুন,
নরম হয়ে উঠে আসবে মেহেন্দি


অলিভ অয়েল লাগিয়ে রেখে
কিছু ক্ষণ পর লুফা দিয়ে ঘষুন


খেয়াল রাখবেন, গায়ের জোরে
ত্বক ঘষতে যাবেন না


ত্বকের উপর রাসায়নিক
পদার্থ প্রয়োগ না করাই ভাল