রান্নায় লবণ বেশি
হয়ে যেতেই পারে


চটজলদি সমাধান
রয়েছে হাতের কাছেই


কাঁচা আলু ফেলে দিয়ে ১০ মিনিট
ফুটিয়ে বের করে নিন


আলু অতিরিক্ত
লবণ শুষে নেয়


লবণ বেশি হলে রান্নায়
বাড়তি জল দিতে পারেন


দুধ, নারকেলের দুধ বা
টমেটো পিউরি দিলেও হবে


লবণ বেশি হলে রান্নায়
যোগ করুন লেবুর রস


সামান্য ভিনিগারও
ছড়িয়ে দিতে পারেন


একচামচ চিনি বা গুড়
দিয়ে মিশিয়ে নিন


সেদ্ধ ভাত বা পাস্তাও
বাড়তি লবণ শুষে নেয়