রাতে শোবার সময় অনেকেই সঙ্গে মোবাইল রাখেন।

রাতে শোবার সময় অনেকেই সঙ্গে মোবাইল রাখেন।

আর মাথার কাছে মোবাইল রেখে ঘুমোনোই কাল হয় যায়।

আর মাথার কাছে মোবাইল রেখে ঘুমোনোই কাল হয় যায়।

এর থেকেই একাধিক রোগ তৈরি হয়, দাবি বিশেষজ্ঞদের।

এর থেকেই একাধিক রোগ তৈরি হয়, দাবি বিশেষজ্ঞদের।

মূলত রাতে ঘুমোনোর সময় আমাদের ব্রেন স্লিপ মোডে যায়।

মূলত রাতে ঘুমোনোর সময় আমাদের ব্রেন স্লিপ মোডে যায়।

ফোন পাশে থাকলে, ঘুমের মধ্যেও ব্রেনের গতিবিধি বাড়ে।

ফোন পাশে থাকলে, ঘুমের মধ্যেও ব্রেনের গতিবিধি বাড়ে।

মোবাইল থেকে প্রতিনিয়ত ক্যানসার ছড়ায়।

মোবাইল থেকে প্রতিনিয়ত ক্যানসার ছড়ায়।

তাই মোবাইল কখনই কাছে নিয়ে শোওয়া উচিত নয়।

তাই মোবাইল কখনই কাছে নিয়ে শোওয়া উচিত নয়।

পুরুষেরা বন্ধ্যাত্বের শিকার হতে পারেন

পুরুষেরা বন্ধ্যাত্বের শিকার হতে পারেন

এমনকি ক্ষতি হতে পারে গর্ভবতী মায়েরও।

এমনকি ক্ষতি হতে পারে গর্ভবতী মায়েরও।

তাই ঘুমোনোর সময় অন্তত পক্ষে ৬ ফুট দূরে ফোন রাখুন।

তাই ঘুমোনোর সময় অন্তত পক্ষে ৬ ফুট দূরে ফোন রাখুন।