চামড়ার ব্যাগের আলাদা ঐতিহ্য, যাঁরা ব্যবহার করেন, বোঝেন কিন্তু চামড়ার ব্যাগের যত্ন নেবেন কী করে? জেনে নিন খুঁটিনাটি কখনও ভেজা জায়গার উপর ব্যাগ রাখবেন না ব্যাগে জল লাগলে কাপড় দিয়ে মুছুন ভিজে চামড়ার ব্যাগ রোদে শুকোতে দেবেন না চামড়ার ব্যাগ রোদে দিলে রং ফিকে হয়ে যায় পরিষ্কার হাতেই চামড়ার ব্যাগ স্পর্শ করুন আলমারিতে গুঁজে রাখবেন না, এতে আকার বিগড়ে যায় প্রতিবার ব্যবহারের পর কাপড় দিয়ে মুছে নিন ব্যাগ কাপড়ের আচ্ছাদন বা থলেতে বরে রাখুন চামড়ার ব্যাগ