বেকিং সোডা এবং ভিনিগারের মিশ্রণে দূর হতে পারে চায়ের দাগ

Published by: ABP Ananda

দুই উপাদান সম পরিমাণ মিশিয়ে চায়ের দাগের অংশে লাগিয়ে রেখে দিতে হবে এক ঘণ্টা, এরপর জল দিয়ে ধুয়ে নিতে হবে

Published by: ABP Ananda

চায়ের দাগ তুলতে কার্যকরী হতে পারে গরম জল

Published by: ABP Ananda

যেখানে দাগ রয়েছে চায়ের সেই অংশে ফুটন্ত জল ঢেলে দিয়ে ভাল করে স্ক্রাব কতে হবে

Published by: ABP Ananda

প্রাকৃতিক ক্লিনজারের কাজ করে লেবুর রস

Published by: ABP Ananda

অর্ধেক লেবু চায়ের দাগের উপর ঘষতে হবে, কিছুক্ষণ রেখে জল দিয়ে ধুয়ে নিতে হবে

Published by: ABP Ananda

ব্রাশে ডিশ সোপ মিশিয়ে তোলা যায় চায়ের দাগ

Published by: ABP Ananda

গরম জলে ডিশ সোপ মিশিয়ে চায়ের দাগের উপর দিতে হবে এরপর ব্রাশ করলে উঠে যাবে ওই দাগ

Published by: ABP Ananda

এক বাটি গরম জলে সাবানের টেবল্যাট মিশিয়ে নিতে হবে

Published by: ABP Ananda

ওই মিশ্রণ চায়ের দাগের উপর দিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে নিতে হবে

Published by: ABP Ananda