কোল্ড ড্রিঙ্ক স্বাস্থ্যের
জন্য় মোটেও ভাল নয়


বোতল খোলার পর
বেশি দিন রাখাও যায় না


কতদিনের মধ্যে শেষ
করে ফেলা উচিত জানুন


একবার কোল্ড ড্রিঙ্কের বোতল
খোলার পর ২য় বারও চুমুক চলে


কিন্তু ১ থেকে ২ দিনের মধ্যেই
শেষ করে ফেলতে হবে


কার্বন ডাই অক্সাইড বেরিয়ে
গেলে ঝাঁঝও আর থাকে না


সেই সঙ্গে পাল্টাতে থাকে
কোল্ড ড্রিঙ্কের স্বাদ, গন্ধ


১-২ দিনের জন্য সিল খোলা
বোতল ফ্রিজে রেখে দিতে পারেন


এর বেশি দিন যদি পড়ে থাকে,
তাহলে পান না করাই উচিত


বোতলে লেখা এক্সপায়ারি ডেটের
সঙ্গে এর কোনও সম্পর্ক নেই
প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন