আমরা অনেকেই প্রতিদিন আমন্ড খেয়ে থাকে স্বাস্থ্য ভাল রাখার জন্য।

Published by: ABP Ananda
Image Source: Pexels

সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আমন্ড খাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

যেদিন আমন্ড খাবেন তার আগের রাতে জলের ভিজিয়ে রাখতে পারলে সবচেয়ে ভাল।

Published by: ABP Ananda
Image Source: Pexels

শুকনো আমন্ডের পরিবর্তে জলে ভেজানো আমন্ড খেলে উপকার বেশি।

Published by: ABP Ananda
Image Source: Pexels

পেটের সমস্যা থাকলে আমন্ডের খোসা ছাড়িয়ে তারপর খান। জলে ভিজিয়ে রাখলে খোসা ছাড়ানো সহজ হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

যাঁরা নিয়মিত আমন্ড খেয়ে থাকেন, তাঁরা অতি অবশ্যই জেনে নিন প্রতিদিন ক'টা আমন্ড খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভাল।

Published by: ABP Ananda
Image Source: Pexels

রোজ ৩০ গ্রাম আমন্ড আপনি খেতে পারেন। এর থেকে বেশি খেলে যে বেশি উপকার হবে তা কিন্তু নয়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

সাধারণত চিকিৎসকরা দু থেকে তিনটি আমন্ড খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আমন্ডের মধ্যে প্রোটিন, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ফাইবার সবই রয়েছে। ভাল রাখে হার্টের স্বাস্থ্য।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আমাদের শরীরে এনার্জির জোগান দিতে, মস্তিষ্ক প্রখর করতে, স্মৃতিশক্তি সজাগ করতে কাজে লাগে আমন্ড।

Published by: ABP Ananda
Image Source: Pexels