চুলের যত্নে তেল ব্যবহার বহু চিরাচরিত রীতি, মনে করা হয় তেলের গুণেই চুলের বৃদ্ধি হয়

Published by: ABP Ananda

স্ক্যাল্পে তেল দিয়ে মাসাজ করলে রক্ত প্রবাহ বাড়ে এবং অক্সিজেন ও পুষ্টি যায় চুলের ফলিকলে

Published by: ABP Ananda

চুলের শেষের পুষ্টি জোগায় তেল, ফলে চুল ছেঁড়ার আশঙ্কা কমে

Published by: ABP Ananda

চুলের ক্ষেত্রে তেলের এত কার্যকরী ভূমিকা থাকলেও অনেকেরই জানা নেই, ঠিক কতদিন অন্তর চুলে তেল দিলে তা চুলের জন্য ভাল

Published by: ABP Ananda

চুলের ধরন, স্ক্যাল্পের ধরন এবং চুলের ঘনত্বের উপর নির্ভর করে ঠিক করতে হবে, কতদিন অন্তর চুলে তেল দিলে তা লাভজনক হবে

Published by: ABP Ananda

ড্রাই স্ক্যাল্প বা চুল ড্রাই হলে আর্দ্রতা বজায় রাখা প্রয়োজন, তাই সপ্তাহে ২ থেকে ৩ দিন তেল ব্যবহার করতে হবে চুলে

Published by: ABP Ananda

তৈলাক্ত স্ক্যাল্প হলে তেল ব্যবহারে আরও তৈলাক্ত হয়ে যায়, তাই চুল এবং স্ক্যাল্পে পুষ্টি জোগাতে হালকা তেল ব্যবহার করতে হবে

Published by: ABP Ananda

সাধারণ চুলে পুষ্টি জোগাতে সপ্তাহে একদিন তেল দেওয়া যথেষ্ট, নিজের পছন্দমতো তেল বেছে নিতে পারেন

Published by: ABP Ananda

অতিরিক্ত তেল ব্যবহার চুল ভাল নাও হতে পারে, চুল পাতলা হলে হালকা করে স্ক্যাল্পে তেল লাগিয়ে নিতে হবে, মাসাজ করার প্রয়োজন নেই

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda