শরীরে হিমোগ্লোবিন কমে যাওয়ার অবস্থাকেই অ্যানিমিয়া (Anemia) বলে।



মহিলা, শিশু ও বৃদ্ধদের মধ্যে খুব সাধারণ সমস্যা অ্যানিমিয়া।



শরীরে হিমোগ্লোবিন কমে গেলে শরীর অনেক ধরনের ইঙ্গিত দেয়



একটু সিঁড়ি উঠলে বা হালকা হাঁটাহাঁটি করলেও শ্বাসকষ্ট? রক্তপরীক্ষা করান



মাথা ঘোরা, মাথাব্যথা বা মনোযোগ দিতে অসুবিধা? এখুনি ডাক্তার দেখান।



মুখ, ঠোঁট ও নখের রঙ ফ্যাকাশে বা হলুদ হতে থাকে। এই লক্ষণ দীর্ঘদিন উপেক্ষা করবেন না। 



হিমোগ্লোবিন কমে গেলে ব্যক্তির হৃৎস্পন্দন বেড়ে যায়



হিমোগ্লোবিনের অভাবের ফলে শরীরের তাপমাত্রা সামঞ্জস্যপূর্ণ থাকে না



হিমোগ্লোবিনের অভাবে শরীর সঠিক পুষ্টি পায় না, যার ফলে চুল দুর্বল হয়ে পড়ে, নখ ভাঙতে থাকে।



হাত ও পা প্রায়ই ঠান্ডা মনে হয়।