পুলিশ কীভাবে স্মার্টফোন ট্র্যাক করে! আপনি কী এই পদ্ধতি জানেন?

Published by: ABP Ananda
Image Source: Pixabay

প্রতিটি স্মার্টফোনের একটি অনন্য আইডি নম্বর থাকে, যা IMEI (International Mobile Equipment Identity) নামে পরিচিত

পুলিশ চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া ফোন ট্র্যাক করতে এই নম্বর ব্যবহার করে

Image Source: Pixabay

স্মার্টফোন ব্যবহার করা সিম কার্ডের অবস্থান টাওয়ার সিগন্যালের মাধ্যমে ট্র্যাক করা হয়।

Image Source: Pixabay

ফোন এর ইনবিল্ট গ্লোবাল পজিশনিং সিস্টেম (GPS) চালু থাকলে পুলিশ ফোন এর সঠিক লোকেশন জানতে পারে।

Image Source: Pixabay

ফোনটি কোন মোবাইল টাওয়ারের সঙ্গে যুক্ত আছে, সেই তথ্য পুলিশের ফোনটির অবস্থান ও গতিবিধি ট্র্যাক করতে সাহায্য করে।

Image Source: Pixabay

যদি ফোনে গুগল অ্যাকাউন্ট লগইন করা থাকে এবং লোকেশন সার্ভিস চালু থাকে, তাহলে পুলিশ গুগল লোকেশন হিস্টরি থেকে ফোনের গতিবিধির তথ্য নিতে পারে।

Image Source: Pixabay

পুলিশ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও ইনস্টল করা অ্যাপ থেকে লোকেশন ও অ্যাক্টিভিটি ডিটেলস বের করতে পারে, বিশেষ করে যদি ফোনের ইন্টারনেট চালু থাকে।

Image Source: Pixabay

পাবলিক প্লেসে লাগানো সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুলিশ ফোন ব্যবহারকারীর লোকেশন জানতে পারে।

Image Source: Pixabay

পুলিশ কল ও মেসেজের বিস্তারিত তথ্য (CDR) বের করে দেখে যে ফোনটি কোথা থেকে কল ও মেসেজ করছে।

Image Source: Pixabay

যদি ফোন ব্যবহারকারী ডিভাইসের ডেটা কোনো ক্লাউড সার্ভিসে (যেমন iCloud, Google Drive) সেভ করে থাকেন, তাহলে পুলিশ সেটির অ্যাক্সেস নিয়ে লোকেশন জানতে পারে।

Image Source: Pixabay

যদি ফোনে অ্যান্টি-থেফট অ্যাপস (যেমন Find My Device বা Find My iPhone) ইনস্টল করা থাকে, তাহলে পুলিশ সেগুলির সাহায্যে ফোন ট্র্যাক করতে পারে।

Image Source: Pixabay