প্রবল গরমে হাসফাঁস অবস্থা। তার মধ্যেই কাজের জন্য রোজ বেরতে হচ্ছে।



গরমে প্রবল ঘাম হচ্ছে। দুর্গন্ধ এড়ানোর জন্য ব্য়বহার করতে হয় সুগন্ধী।



বিভিন্ন ধরনের সুগন্ধী রয়েছে বাজারে। ডিওডোরেন্ট, পারফিউম, আতর- নানা ধরনের সম্ভার



গরমে যে যার পছন্দমতো সুগন্ধী ব্যবহার করেন। ঘামের দুর্গন্ধ থেকে বাঁচতে সহায় হয় সুগন্ধী



পারফিউমের বিভিন্ন ধরন রয়েছে। পারফিউম অয়েলের ঘনত্বের উপর নির্ভর করে অনেককিছু



সেই ঘনত্বের উপর নির্ভর করে সেই সুগন্ধীর গন্ধ কতক্ষণ স্থায়ী হবে। আরও কিছু বিষয়ের উপর নির্ভর করে



কানের নীচে, গলার পাশে রগের জায়গায়, হাতের কব্জির ভিতরে পারফিউম লাগালে দীর্ঘস্থায়ী হয় গন্ধ



সুগন্ধী লাগানোর আগে পেট্রোলিয়াম জেলি-জাতীয় কিছু লাগিয়ে তার উপর সুগন্ধী ছেটালে দীর্ঘস্থায়ী হয় সুগন্ধ।



পারফিউম অয়েলের ঘনত্ব বেশি থাকলে তা বেশি স্থায়ী হবে, তুলনায় ডিওডোরেন্ট কম স্থায়ী হবে।



প্রবল আর্দ্র জায়গায়, খুব ঘাম হলে সহজেই উধাও হয়ে যায় গন্ধ। বারবার সুগন্ধী লাগাতে হয়