Image Source: Pixabay

কবজি ডুবিয়ে অসামান্য সব পদ খেয়েছেন।

Image Source: Pixabay

এই অবস্থায় জলতেষ্টা পাওয়া খুব‌ স্বাভাবিক।

Image Source: Pixabay

এমনকি গরমের জেরে শরীর হাঁসফাঁসও করে অনেক সময়।

Image Source: Pixabay

অনেকে তাই খাওয়ার পরেই জল খান। কেউ কেউ ঠান্ডা পানীয়ও খান।

Image Source: Pixabay

ফ্যাটজাতীয় খাবার খেয়ে জল খেলে শরীর ফ্যাট জমার আশঙ্কা বাড়ে।

Image Source: Pixabay

বরং খাওয়াদাওয়া করার পর জল খেতে হলে হালকা গরম জল খাওয়া ভাল।

Image Source: Pixabay

তবে খুব সামান্য পরিমাণে জল খাওয়াই ভাল।

Image Source: Pixabay

এছাড়াও খাওয়াদাওয়ার পর কিছুক্ষণ হাঁটলে বেশ উপকার মেলে।

Image Source: Pixabay

শরীর সুস্থ রাখতে খাওয়াদাওয়ার অন্তত ১ ঘন্টা পর জল খান।

Image Source: Pixabay

ডিসক্লেমার: এটি পরামর্শস্বরূপ। মেনে চলার আগে বিশেষজ্ঞের মত নিন।