Image Source: PTI

তীব্র গরমে অনেককেই ঘাড়ের কাছে ভেজা কাপড় দিতে দেখা যায়।

Image Source: PTI

সাধারণত ঘাড়ের উষ্ণতা আমাদের শরীরের থেকে বেশি হয়।

Image Source: PTI

এর ফলে শারীরিক অস্বস্তি বাড়ে। তাই এই পন্থা নেন অনেকে।

Image Source: PTI

ঘাড়ে ভেজা কাপড় দেওয়ার এই পদ্ধতি বেশ পুরোনো।

Image Source: PTI

জ্বর হলে মায়েরা দেহতাপ কমাতে এই পন্থার সাহায্য নেন।

Image Source: PTI

এতে শরীরের তাপমাত্রা অনেকটা কমে যায়‌। ফলে স্বস্তি পাওয়া যায়‌।

Image Source: PTI

তবে এভাবে সাময়িক স্বস্তি মেলে। শরীর সুস্থ রাখতে নিয়মিত জল খান।

Image Source: PTI

জল দেহের তাপ কমাতে সাহায্য করে।

Image Source: PTI

পাশাপাশি ঘাম হলে শরীরের জল প্রয়োজন হয়‌‌।

Image Source: PTI

ডিসক্লেমার: এটি পরামর্শস্বরূপ‌। মেনে চলার আগে বিশেষজ্ঞদের মত নিন।