একতলা বা দোতলার বাড়ি, বিশেষ করে রান্নাঘরে বা খাবার ঘরে, ইঁদুরের উৎপাত একটা ভীষণ সর্বজনীন সমস্যা।

Image Source: pexels

বাড়ি যদি একটু পুরনো হয়, তাহলে সেই বাড়িতে ইঁদুর থাকা একটা খুব বড় সমস্যা হয়ে দাঁড়ায়।

Image Source: pexels

খাবার নষ্ট করার পাশাপাশি, ইঁদুর প্রচুর রোগ-জীবণু ও বহন করে। ফলে স্বাস্থ্যের পক্ষেও এটা ভীষণ ক্ষতিকারক

Image Source: pexels

তবে বেশ কিছু ঘরোয়া পদ্ধতি রয়েছে, যেগুলি ব্যবহার করে ইঁদুর তাড়ানো যেতে পারে।

Image Source: pexels

বাড়িতে ফিনাইলের ব্যবহার করলে ইঁদুরের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। নর্দমায় ফিনাইল ঢেলে দিন।

Image Source: pexels

ইঁদুর ফিটকিরির গন্ধ একেবারেই পছন্দ করে না। ইঁদুর তাড়াতে ঘরের কোণে ফিটকিরি রাখুন।

Image Source: pexels

ঘরে কর্পূর রাখুন, ইঁদুর কর্পূরের গন্ধ একেবারে সহ্য করতে পারে না।।

Image Source: freepik

ঘরে ইঁদুর তাড়ানোর কল পাতুন, বা বিশেষ ধরণের আঠা ব্যবহার করুন।

Image Source: pexels

ইঁদুর তাড়ানোর জন্য রসুন ভীষণ উপকারী, ঘরের কোণায় রসুন রেখে দিতে পারেন।

Image Source: pexels

বেডিং সোডা ইঁদুর তাড়ানোর সহজ উপায়। ইঁদুর মারতে না চাইলে বেকিং সোডা ব্যবহার করুন।

Image Source: pexels