রান্না করা টোম্যাটোর পরিবর্তে কাঁচা টোম্যাটো খাওয়া বেশি উপকারী। শরীর হাইড্রেটেড রাখতে সাহায্যে করে টোম্যাটো।

Published by: ABP Ananda
Image Source: Pexels

স্যালাডে কাঁচা টোম্যাটো খেতে পারেন। টোম্যাটোর রস করেও খেতে পারেন। উপকার পাবেন অনেক।

Published by: ABP Ananda
Image Source: Pexels

কাঁচা টোম্যাটো খেলে শরীরে ভিটামিন সি- এর অভাব হবে না। কারণ টোম্যাটোর মধ্যে প্রচুর ভিটামিন সি থাকে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

অনেক ক্রনিক রোগ কমাতে সাহায্য করে টোম্যাটোর মধ্যে থাকা বিভিন্ন উপকরণ। কাঁচা টোম্যাটো অত্যন্ত পুষ্টিকর খাবার।

Published by: ABP Ananda
Image Source: Pexels

কাঁচা টোম্যাটো খাওয়া চোখের স্বাস্থ্যের পক্ষেও ভাল। দৃষ্টিশক্তি প্রখর হয়। ওজন কমাতেও সাহায্য করে কাঁচা টোম্যাটো খাওয়ার অভ্যাস।

Published by: ABP Ananda
Image Source: Pexels

কাঁচা টোম্যাটো খেলে শরীরে ইমফ্লেমেশনের সমস্যা কমে। এর মধ্যে লাইকোপেন নামক অ্যান্টি-অক্সিডেন্ট থাকে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ত্বক এবং চুলের স্বাস্থ্যের জন্যেও কাঁচা টোম্যাটো খাওয়া ভাল। ত্বক এবং চুলের জেল্লা বাড়ায় কাঁচা টোম্যাটো খাওয়ার অভ্যাস।

Published by: ABP Ananda
Image Source: Pexels

কাঁচা টোম্যাটো খেলে আমাদের শরীরে ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমে। তার ফলে ভাল থাকবে হৃদযন্ত্রের স্বাস্থ্য।

Published by: ABP Ananda
Image Source: Pexels

টোম্যাটোয় থাকা লাইকোপেনই খেয়াল রাখে আমাদের হার্ট এবং চোখের। কমায় ইনফ্লেমেশনের সমস্যা এবং ক্রনিক রোগও।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ভিটামিন সি ও এ, ফাইবার, পটাশিয়াম রয়েছে টোম্যাটোতে। এটি খেলে ইমিউনিটি বাড়ে। কমে ব্লাড প্রেশার। ভাল হয় হজমশক্তি।

Published by: ABP Ananda
Image Source: Pexels