হঠাৎ বমি বমি ভাব ? রেহাই দেবে ঘরোয়া টোটকা

Published by: ABP Ananda
Image Source: ABP Live AI

বমি বমি ভাব হচ্ছে ? বাড়িতেই ঘরোয়া উপায়ে পারবেন আটকাতে।

গা গোলানো বা বমি ভাব দূর করবে আদা দেওয়া চা।

Image Source: Freepik

এর জন্য ১০ মিনিট ধরে আদা জলে ফুটিয়ে তা দিয়ে চা বানিয়ে খেলে উপকার পাবেন।

Image Source: Freepik

এছাড়া আপনি আদার কুচি মুখে দিয়ে চিবোতে পারেন।

Image Source: Freepik

পুদিনা পাতাও এক্ষেত্রে অনেক উপকার দেবে।

Image Source: Freepik

অন্ত্রের পেশির জন্য এটি কাজ দেয়। এর ফলে বমিভাব দূর হবে।

Image Source: Freepik

পুদিনা দিয়ে চা খেলে আপনার হজম সংক্রান্ত সমস্যাও দূর হবে।

Image Source: Freepik

আর রয়েছে লেবু পাতা বা লেবু। এর গন্ধেই বমিভাব দূর হবে।

Image Source: Freepik

সদ্য কাটা লেবুর গন্ধ বমিভাব, গা গোলানো থেকে রেহাই দেয়।

Image Source: Freepik

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: Freepik