হঠাৎ বমি বমি ভাব ? রেহাই দেবে ঘরোয়া টোটকা
abp live

হঠাৎ বমি বমি ভাব ? রেহাই দেবে ঘরোয়া টোটকা

Published by: ABP Ananda
Image Source: ABP Live AI
বমি বমি ভাব হচ্ছে ? বাড়িতেই ঘরোয়া উপায়ে পারবেন আটকাতে।
abp live

বমি বমি ভাব হচ্ছে ? বাড়িতেই ঘরোয়া উপায়ে পারবেন আটকাতে।

গা গোলানো বা বমি ভাব দূর করবে আদা দেওয়া চা।

Image Source: Freepik
এর জন্য ১০ মিনিট ধরে আদা জলে ফুটিয়ে তা দিয়ে চা বানিয়ে খেলে উপকার পাবেন।
abp live

এর জন্য ১০ মিনিট ধরে আদা জলে ফুটিয়ে তা দিয়ে চা বানিয়ে খেলে উপকার পাবেন।

Image Source: Freepik
এছাড়া আপনি আদার কুচি মুখে দিয়ে চিবোতে পারেন।
abp live

এছাড়া আপনি আদার কুচি মুখে দিয়ে চিবোতে পারেন।

Image Source: Freepik
abp live

পুদিনা পাতাও এক্ষেত্রে অনেক উপকার দেবে।

Image Source: Freepik
abp live

অন্ত্রের পেশির জন্য এটি কাজ দেয়। এর ফলে বমিভাব দূর হবে।

Image Source: Freepik
abp live

পুদিনা দিয়ে চা খেলে আপনার হজম সংক্রান্ত সমস্যাও দূর হবে।

Image Source: Freepik
abp live

আর রয়েছে লেবু পাতা বা লেবু। এর গন্ধেই বমিভাব দূর হবে।

Image Source: Freepik
abp live

সদ্য কাটা লেবুর গন্ধ বমিভাব, গা গোলানো থেকে রেহাই দেয়।

Image Source: Freepik
abp live

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: Freepik