নিজের বাড়ি থেকে কর্মক্ষেত্র, অনেক সময় আশপাশের লোকজনদের ব্যবহারে বিপর্যস্ত লাগে।



অনেকে সময় কাছের মানুষও বিষাক্ত আচরণ করেন, আবার কখনও কর্মক্ষেত্রের মানুষজন।



বিশেষত কর্মক্ষেত্রে 'টক্সিক' লোকজনদের নিয়ে খুবই বিপর্যস্ত বোধ করেন অনেকে।



পদে পদে কুকথা, ষড়যন্ত্র, আঘাত করে কথা বলায় নিজেকে একপেশে লাগে ?



মনে হয় এই চাকরিতে টিকতেই পারছেন না। অন্য চাকরি খুঁজবেন ভাবছেন ?



কিন্তু তাতে সমাধান হবে না, বলছেন গৌরগোপাল দাস। তিনি এই প্রসঙ্গে একটি গল্প বলেন।



অফিসের পরিবেশে বিরক্ত এক কর্মী চাকরি ছাড়তে চেয়ে HR এর কাছে জানান ও তাঁকে কারণ জানান।



HR তখন তাঁকে বলেন, হাতে জলভরা এক গ্লাস নিয়ে সারা অফিসে দ্রুত ৩ বার হেঁটে আসতে।



শর্ত, জল একটুও ফেলা যাবে না। ওই কর্মী তাই করেন। খুব সাবধানে তিনি এই কাজটি করে ফেলেন।



তখন HR তাঁকে বলেন, তুমি যখন এই কাজটা করলে, অফিসের কোনও নেতিবাচক জিনিস তোমার চোখে পড়ল?



ওই কর্মী HR কে বললেনন না তো ! তখন HR বললেন, আসলে তোমার মন তখন শুধু তোমার কাজেই ছিল।



গৌরগোপালের পরামর্শ, অফিসের কোনও নেগেটিভিটি আপনাকে স্পর্শই করবে না, যদি মন শুধু কাজেই থাকে।



কেউ যদি শুধু নিজের কাজ আর উন্নতিটুকু নিয়েই ভাবেন, তাহলে কোনও নেগেটিভিটি তাঁকে স্পর্শ করবে না।