Image Source: Freepik

গরম চা-কফি বা কোনও খাবার খেয়ে জিভ পুড়ে গিয়েছে ?

Image Source: Freepik

আর কোনও খাবারের স্বাদ পাচ্ছেন না ?

Image Source: Freepik

তাঁর উপর অস্বস্তিও করছে প্রবল। কীভাবে মুক্তি পাবেন ?

Image Source: Freepik

জিভে এক টুকরো বরফ কুচি ঘষে দিলেই আরাম পাবেন।

Image Source: Freepik

আবার ঠান্ডা জল দিয়ে কুলকুচো করলেও আরাম পাওয়া যায়।

Image Source: Freepik

বাড়িতে টকদই থাকলে পোড়া জায়গায় একটু লাগিয়ে নিন।

Image Source: Freepik

মধু তো অনেক উপকারি জ্বালা কমাতে।

Image Source: Freepik

মধু জিভে লাগালে অনেক দ্রুত জ্বালাভাব কমে যাবে।

Image Source: Freepik

মধুতে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদানও আছে, সংক্রমণ হবে না।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।