গরম পড়তেই বাড়িতে আরশোলার উপদ্রব শুরু। স্যাঁতসেঁতে জায়গায় বেশি থাকে এই আরশোলা। খাবার-দাবারের উপর বসে জীবাণু ছড়ায় এই পতঙ্গ। রাসায়নিক স্প্রে-র বদলে ঘরোয়া উপায়ে আরশোলা তাড়ানো যায়। বেকিং সোডায় চিনি মিশিয়ে রাখলে তা খেয়ে আরশোলা মরে যায়। আবার অনেকে আটা-ময়দার সঙ্গে মেশান বোরিক অ্যাসিড। এই মিশ্রণ খেয়েও মারা পড়ে আরশোলা। তবে আরশোলা তাড়াতে চাইলে ভাল উপায় হল তেজপাতা। তেজপাতা ফোটান জল ঘরের চারদিকে ছড়িয়ে রাখলে আরশোলা দূর হয়। ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।