গরম কাল। সানগ্লাস কেনার আদর্শ সময়। তবে সানগ্লাস কেনার আগে কয়েকটি বিষয়ে নজর রাখুন। সানগ্লাস আজকাল আমরা অনলাইনে কিনি অনেকসময়ই ঠিকি। কিন্তু কয়েকটি বিষয় নজর না রাখলে ক্ষতি কিন্তু চোখেরই। কম দামি সানগ্লাস কিনে লোভে পড়েন অনেকেই। তার মান অনেক সময়ই ভাল হয় না। সানগ্লাস কেনার আগেই দেখে নিন, গ্লাসটি সমতল তো? না হলে হাঁটতে গিয়ে পড়ে যেতে পারেন। আপনার যদি পাওয়ার দেওয়া সানগ্লাসের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই নামি দোকান থেকে করান। অতিবেগনি রশ্মি থেকে ১০০ শতাংশ সুরক্ষা দিচ্ছে কি না চশমা, তা দেখে দিন। সানগ্লাসের পাশ দিয়ে আলো না ঢুকলেই ভাল। কাচের রঙ গাঢ় হলে ভাল। সানগ্লাসের লেন্সে হাত দেবেন না। আর লেন্স মোছার সঠিক কায়দাটিও জানতে হবে। ঠান্ডার দেশে বেড়াতে গেলেও সানগ্লাস ব্যবহার করুন। শীতের কড়া রোদেও সানগ্লাস দরকার। সানগ্লাস কেনার সময় দেখে নিন চোখের পাতাটি গ্লাসে ঠেকে যাচ্ছে কি না, তাহলে কিনবেন না।